বুলন্দশহরকাণ্ডে গ্রেফতার নিহত ইনস্পেক্টরকে গুলি করায় মূল অভিযুক্ত
Web Desk, ABP Ananda | 28 Dec 2018 12:25 PM (IST)
মেরঠ: উত্তরপ্রদেশের বুলন্দশহরকাণ্ডে আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। প্রশান্ত নাথ নামে সিয়ানার বাসিন্দা ওই যুবককে বৃহস্পতিবার গ্রেফতার করল পুলিশ। ৩ ডিসেম্বর প্রশান্ত নাথের গুলিতেই নিহত হন ইনসপেক্টর সুবোধ কুমার সিংহ। জেরায় স্বীকার করে নিয়েছে ২৬ বছরের ওই যুবক, এমনটাই জানান বুলন্দশহরের এএসপি অতুল কুমার শ্রীবাস্তব। পেশায় শ্রমিক ওই দিল্লি এবং তার আশেপাশের অঞ্চলে গাড়ি চালাত। এই ঘটনায় এখনও পর্যন্ত ২৯ জনকে আটক করেছে পুলিশ। ১৮ ডিসেম্বর গো-হত্যা ও জনরোষের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। বুলন্দশহরকাণ্ডে ২৭ জন চিহ্নিত ব্যক্তি ও ৫০-৬০ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে অন্যতম স্থানীয় বজরং দলের নেতা যোগেশ রাজ এবং সেনা জওয়ান জিতেন্দ্র মালিক। এর মধ্যে প্রথমজন পলাতক এবং দ্বিতীয়জন পুলিশ হেফাজতে রয়েছে।