সূত্রের দাবি, রিজওয়ানের বিরুদ্ধে শুধু আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীতে ছেলে ঢোকানোই নয়, কেরলে ধর্মান্তরণের অভিযোগেও মামলা রয়েছে। তাকে তদন্তের জন্য কেরলে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, চলতি সপ্তাহের গোড়াতেও আরিফ কুরেশি নামে বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত একজনকে নভি মুম্বই থেকে পাকড়াও করে মহারাষ্ট্র এটিএস ও কেরল পুলিশ। কুরেশির বিরুদ্ধেও আইসিসয়ের সঙ্গে সংশ্রবের অভিযোগ ছিল। তার নামে কেরলের কোচিতে গত ১৭ জুলাই একটি মামলাও দায়ের হয়। কেরল থেকে অন্তত ২১ জন যুবক নিখোঁজ হয়ে গিয়েছে এবং তারা আইসিস-এ যোগ দিয়েছে বলে আশঙ্কার মধ্যেই মামলা হয় কুরেশির নামে। তাকে ২৫ জুলাই পর্যন্ত নিজেদের হেফাজতে রাখতে কেরল পুলিশকে অনুমতি দিয়েছে নভি মুম্বইয়ের স্থানীয় আদালত।