কেরল থেকে পালিয়ে তামিলনাড়ুতে, আইএস যোগ সন্দেহে গ্রেফতার যুবক
Web Desk, ABP Ananda | 03 Oct 2016 03:27 PM (IST)
তিরুনেলভেলি (তামিলনাড়ু): কেরলে ইসলামিক স্টেট (আইএস)-এর মডিউলের সঙ্গে যুক্ত সন্দেহে তামিলনাড়ুতে ধরা পড়ল একজন। পুলিশ জানিয়েছে, কুড়ি বছরের বেশি কেরলের থোড়াপুঝায় বসবাস করা সুহানি নামে ৩১ বছরের ওই যুবকের সঙ্গে আইএসের কিছু লোকজনের যোগাযোগ আছে বলে জানতে পারে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠীটির সঙ্গে যোগ থাকার অভিযোগে থোড়াপুঝায় অভিযান চালিয়ে এনআইএ কয়েকজনকে পাকড়াও করার পর সে সেখান থেকে পালিয়ে তিরুনেলভেলিতে চলে আসে। সেখানে একটি দোকানে কাজ জোগাড় করে। কিন্তু থোড়াপুঝায় ধৃত ৬ জন জেরার মুখে এনআইএ গোয়েন্দাদের জানায়, সুহানি তাদেরই সঙ্গী। পালিয়ে বাঁচতেই সে চম্পট দিয়েছে। আজ ভোরে তিরুনেলভেলিতে সুহানির বাড়ি থেকে তাকে গ্রেফতার করে এনআইএ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য কেরলে নিয়ে আসা হচ্ছে।