নয়াদিল্লি: কংগ্রেসের আক্রমণের জবাব মনোহর পর্রীকরের। রাহুল গাঁধী এদিন বিজেপি গোয়া, মনিপুরে অর্থের জোরে প্রভাব খাটিয়ে জনমত চুরি করছে বলে তীব্র আক্রমণ করেন। পাল্টা গোয়ার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে পর্রীকর প্রশ্ন ছুঁড়ে দেন, কংগ্রেসের হাতে প্রয়োজনীয় বিধায়কদের সংখ্যা থেকে থাকলে কেন তারা রাজ্যপালের কাছে গেল না? তিনি বলেন, আমি মানছি, গোয়ায় জনগণের রায় দ্বিধাবিভক্ত। কিন্তু ২২ বিধায়ককে একসঙ্গে ধরলে ভোট শতাংশ প্রয়োজনের তুলনায় বেশি হচ্ছে। পুরোটাই নির্বাচন-পরবর্তী বোঝাপড়া হয়েছে বলে দাবি করেন তিনি। এও বলেন, শুধুমাত্র গোয়ার উন্নয়নের জন্যই তাঁদের দলকে সরকার গঠনে সমর্থন দেএয়া হয়েছে। কোনও বিধায়ক কংগ্রেসকে সমর্থন করতে চান না বলেও দাবি করেন তিনি।
যদিও কংগ্রেস হাল ছাড়ছে না। বৃহস্পতিবার বিধানসভায় শক্তি পরীক্ষায় পর্রীকর সরকারের পতন হবেই, নিশ্চিত কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। তিনি কটাক্ষ করেন, মনোহর পর্রীকর দু দিনের সুলতান হতে চাইলে তাঁকে স্বাগত!