অন্যদিকে, কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী ট্যুইট করে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘মধ্যপ্রদেশের মন্দসৌরে একটি আট বছরের মেয়েকে অপহরণের পর গণধর্ষণ করা হয়েছে। মেয়েটি বাঁচার জন্য লড়াই করছে। মেয়েটির উপর যে নৃশংস অত্যাচার হয়েছে, সেটা ভেবে আমার অসুস্থ লাগছে। শিশুদের রক্ষা করার জন্য জাতি হিসেবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। অপরাধীদের দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে।’
কংগ্রেস সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। এই কংগ্রেস নেতা বলেছেন, ‘মন্দসৌরে এক আট বছরের মেয়ের ধর্ষণের ঘটনায় এফআইআর করতেই অনেক দেরি হয়েছে। আজও তদন্ত ঠিক পথে এগোচ্ছে না। আমরা এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি। আমার রাজ্যে মহিলারা নিরাপদ বোধ করছেন না।’
হাসপাতালের পক্ষ থেকে জারি করা মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, শিশুটি বিপদমুক্ত। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।