নয়াদিল্লি: সনিয়ার প্রশংসায় মানেকা! তাও আবার দুর্নীতি দমন প্রসঙ্গে!
সত্যিই অপ্রত্যাশিত ঘটনা। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গাঁধী সম্পর্কে  কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর দেওরের স্ত্রী অর্থাত জা। ব্যক্তিগত স্তরে দুজনের মধ্যে সুসম্পর্ক নেই বলেই শোনা যায়।

কিন্তু সেই মানেকাই দুর্নীতি দমন প্রসঙ্গে উদাহরণ টানলেন সনিয়ার। একটি পুরনো ঘটনা বিবৃত করে মানেকা বলেন, সনিয়া এমনই একজন নেত্রী, যিনি কোনওদিন ‘স্বজনপোষণ’ মেনে নেননি। মানেকা জানিয়েছেন, সনিয়া গাঁধীর এক আত্মীয় একটি দোকান খুলেছিলেন। সনিয়ার নামে বিশেষ সুবিধা নিতেন তিনি। তা জানতে পেরে সনিয়া খবরের কাগজে বিজ্ঞাপন দেন, সাধারণ মানুষ যেন তাঁকে সাহায্য না করে। মানেকাও এই নজির টেনে আর্জি জানান, যাঁদের যা সমস্যা, তাঁরা যেন সরাসরি জানান।

নিজের লোকসভা কেন্দ্র পিলিভিটের একটি অনুষ্ঠানে মানেকা বলেন, এরকমভাবেই কোনও অভিযোগ থাকলে তা যেন অফিসের দেওয়ালে টাঙানো হয়। তাঁরাই সেইসব ‘বাবু’দের বিরুদ্ধে ভিডিল্যান্স তদন্ত করবেন।