পিত্তথলিতে পাথর, পিলভিট থেকে দিল্লিতে আনা হল মানেকাকে
Web Desk, ABP Ananda | 02 Jun 2017 06:14 PM (IST)
নয়াদিল্লি: নিজের নির্বাচনী কেন্দ্র পিলভিটে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গাঁধী। তাঁকে দিল্লিতে নিয়ে আসা হয়। সেখানে একটি হাসপাতালে ভর্তি করা হয় মানেকাকে। আলট্রাসোনোগ্রাফিতে তাঁর পিত্তথলিতে পাথর ধরা পড়েছে। পিলভিটের জেলাশাসক শীতল ভার্মা জানিয়েছেন, আজ সকালে তাঁর সঙ্গে বৈঠকের পর পুলিশ সুপারের সঙ্গেও বৈঠক করেন মানেকা। এরপর তিনি বিশালপুর রোডে একটি অতিথিশালায় যান। সেখানেই তাঁর পেটে ব্যথা এবং শ্বাসকষ্ট শুরু হয়। তড়িঘড়ি তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়।