নয়াদিল্লি:  সারা দেশ যখন কাঠুয়াকাণ্ডের প্রতিবাদে গর্জে উঠছে, তখনই শিশুধর্ষণে দোষীদের শাস্তির জন্যে আইন পরিবর্তনের দাবি তুললেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যান মন্ত্রী মানেকা গাঁধী। কেন্দ্রীয় মন্ত্রী ইউটিউবে এক ভিডিওর মাধ্যমে জানিয়েছেন, কাঠুয়া গণধর্ষণকাণ্ডের নৃশংসতা দেখে তিনি গভীরভাবে আহত। শুধু কাঠুয়াকাণ্ড নয়, সাম্প্রতিক কালে দেশের মধ্যে যেভাবে শিশুধর্ষণ বেড়ে গিয়েছে, তা নিয়ে তিনি চিন্তিতও। তাই তিনি মনে করেন শিশুদের ওপর যৌন নির্যাতনের মতো ঘৃণ্য কাজে যুক্তদের মৃত্যুদণ্ড হওয়া উচিত।


 

ওই ইউটিউব ভিডিওতেই তিনি জানান, সোমবার নারী ও শিশু কল্যান মন্ত্রকের তরফে মন্ত্রিসভায় পক্সো আইন পরিবর্তনের প্রস্তাবে একটি আবেদন পেশ করা হবে। প্রস্তাবে ১২ বছরের নীচে শিশুদের ওপর যৌন নির্যাতনে দোষী সাব্যস্তদের মৃত্যুদণ্ডের দাবি জানানো হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

গত ১০ জানুয়ারি জঙ্গলে ঘোড়া চড়াতে গিয়ে তাকে অপহরণ করা হয়। সেখানে একটি মন্দিরের মধ্যে মেয়েটিকে বন্দি করে রেখে টানা সাতদিন ধরে চলে গণধর্ষণ। খালি পেটে মেয়েটিকে দেওয়া হয় ঘুমের ওষুধ, পায়নি একফোঁটা খাবার। এরপর খুন করার আগে, মেয়েটিকে আরও একবার ধর্ষণ করে এক পুলিশকর্মী। এই ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, এদের গ্রেফতারির পরই স্থানীয় বিজেপি নেতারা, তারমধ্যে দুজন রাজ্যের মন্ত্রী ও আইনজীবীদের একটি সংগঠন অভিযুক্তদের গ্রেফতারির বিরুদ্ধে সরব হয়, মিছিল করে।