নয়াদিল্লি: ফের বিপাকে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিংহ হুডা। তাঁর এবং আরও কয়েকজনের বিরুদ্ধে এবার আর্থিক কেলেঙ্কারির মামলা দায়ের করা হল। গুড়গাঁওয়ের মানেসরে কৃষকদের প্রতারিত করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে হুডা ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে ১,৫০০ কোটি টাকা নয়ছয়ের অভিযোগেই মামলা দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।


 

হুডার বিরুদ্ধে প্রথমে অভিযোগ দায়ের করে সিবিআই। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই গত সপ্তাহে হরিয়ানা ও দিল্লিতে তল্লাশি চালানো হয়। এবার মামলা দায়ের হওয়ায় শীঘ্রই অভিযুক্তদের সমন পাঠানো হবে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। হুডা ও বাকি অভিযুক্তদের সম্পত্তির পরিমাণও খতিয়ে দেখা হচ্ছে। জমি কেলেঙ্কারির মাধ্যমে তাঁরা কত টাকা পেয়েছেন, তা তদন্ত করে মামলার সঙ্গে যুক্ত করা হবে।

সিবিআই আধিকারিকরা হুডার বাসভবনে তল্লাশি চালিয়ে বহু কোটি টাকা লেনদেন সংক্রান্ত নথি উদ্ধার করেছেন। ইডি আধিকারিকরা সেই নথি চাইবেন বলেই মনে করা হচ্ছে।