পারমার জানান, শহরের রাস্তায় উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়াচ্ছিলেন ওই মহিলা। তাঁকে সরকারি মানসিক চিকিত্সার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আনা হয় সিভিল হাসপাতালে। তিনি পাকস্থলীতে যন্ত্রণার কথা বলেছিলেন। দেখা যায়, পাকস্থলী পাথরের মতো শক্ত। এক্স রে-তে নানা বিজাতীয় সামগ্রীর ছবি বেরনোয় অস্ত্রোপচার করতে হয়। দেখা যায়, ফুসফুস থেকে সেফটিপিন বেরিয়ে পাকস্থলী ফুটো করে দিয়েছে। সঙ্গীতার ওপর নজর রাখছেন ডাক্তাররা।
সঙ্গীতা মহারাষ্ট্রের শিরডির বাসিন্দা বলে জানা গিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর আত্মীয়স্বজনদের খুঁজে বের করে যোগাযোগ করার চেষ্টা করছে।