আমদাবাদ: আমদাবাদের সিভিল হাসপাতালে মানসিক ভারসাম্যহীন মহিলার পেট থেকে অস্ত্রোপচারের পর বেরল মঙ্গলসূত্র, চুড়ি, লোহা-পেরেক! ডাঃ নিতিন পারমার নামে হাসপাতালের এক চিকিত্সক জানিয়েছেন, সঙ্গীতা নামে ওই মহিলার বয়স মধ্য ৪০। তিনি ‘আকুফাগিয়া’ নামে এক বিরল মানসিক বিকারে ভুগছেন। এই রোগে আক্রান্তের মধ্যে ধাতব পদার্থ গিলে ফেলার প্রবণতা থাকে। দু ঘন্টার ওপর অপারেশনের পর সঙ্গীতার পাকস্থলী থেকে লোহা, পেরেক, নাটবল্টু, সেফটি পিন, হেয়ার পিন, ব্রেসলেট, চেন, মঙ্গলসূত্র, আংটি, চুড়ি সমেত নানা সামগ্রী বের করেন ডাক্তাররা। যেগুলির ওজন প্রায় দেড় কেজি।
পারমার জানান, শহরের রাস্তায় উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়াচ্ছিলেন ওই মহিলা। তাঁকে সরকারি মানসিক চিকিত্সার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আনা হয় সিভিল হাসপাতালে। তিনি পাকস্থলীতে যন্ত্রণার কথা বলেছিলেন। দেখা যায়, পাকস্থলী পাথরের মতো শক্ত। এক্স রে-তে নানা বিজাতীয় সামগ্রীর ছবি বেরনোয় অস্ত্রোপচার করতে হয়। দেখা যায়, ফুসফুস থেকে সেফটিপিন বেরিয়ে পাকস্থলী ফুটো করে দিয়েছে। সঙ্গীতার ওপর নজর রাখছেন ডাক্তাররা।
সঙ্গীতা মহারাষ্ট্রের শিরডির বাসিন্দা বলে জানা গিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর আত্মীয়স্বজনদের খুঁজে বের করে যোগাযোগ করার চেষ্টা করছে।
এই রোগে ধাতব পদার্থ গিলে ফেলার প্রবণতা থাকে, আমদাবাদে মানসিক ভারসাম্যহীন মহিলার পেট থেকে অস্ত্রোপচারে বেরল মঙ্গলসূত্র, চুড়ি, লোহা-পেরেক!
Web Desk, ABP Ananda
Updated at:
14 Nov 2018 12:59 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -