নয়াদিল্লি: কলেজে লিপস্টিক, গাঢ় কাজল পরে আসা যাবে না, পরা যাবে না নেল পালিশ, মেহেন্দি। কোনও ছেলে বা মেয়ে কাছাকাছি থাকতে পারবে না। ছাত্র-ছাত্রীদের জন্য এমনই একগুচ্ছ বিধি চালু করেছে ম্যাঙ্গালুরুর একটি কলেজ।
যেখানে অর্ধেক আকাশ নয়, পূর্ণ আকাশের দাবিতে লড়ছে মেয়েরা, সেনাবাহিনী থেকে মন্ত্রিসভা, ক্রীড়াক্ষেত্র থেকে বাণিজ্য সমস্তক্ষেত্রে পুরুষের সমকক্ষ হয়ে উঠেছে তারা, সে যুগেই কিনা মেয়েদের সাজগোজ, চলাফেরা, পোশাকের ওপর চাপানো হল ফতোয়া! ফতোয়া জারি করেছে ম্যাঙ্গালুরুর সেন্ট অ্যালয়সিয়াস প্রি ইউনিভার্সিটি কলেজ। সেই সব বিধি নিষেধ দেখলে বোঝার উপায় নেই আমরা একবিংশ শতকে রয়েছি, না মধ্যযুগীয় কোনও সময়ে।
মহিলা কর্মী ও ছাত্রীদের জন্য জারি হয়েছে এই বৈষম্যমূলক নিয়ম-বিধি। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে এই ফতোয়া। তীব্র নিন্দার মুখে পড়তে হয়েছে কলেজকে। কিন্তু কলেজ কর্তৃপক্ষের দাবি, এসব একেবারেই সত্যি নয়। সাইবার সেলে অভিযোগ দায়ের করেছে তারা।
এক নজরে দেখে নেব কী কী বিধি-নিষেধ ছাত্রীদের ওপর আরোপ করেছে ওই কলেজ-
· কলেজে পরে আসা যাবে না লিপস্টিক। শুধুমাত্র রঙহীন লিপগ্লস পরা যাবে
· ভারী মেক আপ করে কলেজে আসা যাবে না।
· ব্যাগে রাখা যাবে না কোনও প্রসাধনী দ্রব্য। ধরা পড়লে তা আর ফেরত দেওয়া হবে না।
· চোখের মেকআপ করা যাবে না। গাঢ় কাজল পরেও আসা যাবে না।
· নেল-পলিশ এবং ট্যাটু-তেও ‘না’
· শুধুমাত্র হাতের চেটোতেই মেহেন্দি করা যাবে পুরো হাতে করা যাবে না। কোনও অনুষ্ঠান থাকলে আগে থেকে কলেজের অনুমতি নিয়ে মেহেন্দি করতে পারবে।
· সকল পড়ুয়াদের কালো জুতোই পরতে হবে।
· চুল খোলা রাখা যাবে না, বেশি স্টাইল করে চুল কাটা যাবে না। চুলে রং করাও যাবে না।
· ঢিলেঢালা পোশাক পরতে হবে। জামার কলারের কাছের বোতাম ছাড়া বাদবাকি সব বোতাম আটকাতে হবে।
· ছেলেদের কাছাকাছি থাকা যাবে না। ছেলে মেয়ে পরস্পর কাউকে স্পর্শ করতে পারবে না।
· পার্কিং এলাকা, বইয়ের দোকান, বাস স্ট্যান্ড কোথাও ছেলে মেয়েরা একসঙ্গে থাকতে পারবে না।
· কলেজে খাওয়া যাবে না চিউয়িং গাম
এই বিধি নিষেধগুলি না মানলে প্রথমবার দিতে হবে ৫০০ টাকা জরিমানা। দ্বিতীয়বার থেকে ১০০০ টাকা। সেইসঙ্গে হবে গার্জেন কলও। হতে পারে ৭ দিনের সাসপেনশনও। এরপরও অবাধ্য হলে বের করে দেওয়া হবে কলেজ থেকে।
লিপস্টিক, কাজল নয়, কাছাকাছি থাকতে পারবে না ছাত্র-ছাত্রীরা, ফতোয়া ম্যাঙ্গালুরুর কলেজে
Web Desk, ABP Ananda
Updated at:
06 Sep 2016 12:15 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -