ইস্তফা দিলেন মানিক সরকার, সিপিএম রাজ্য দপ্তরে তাঁর আশীর্বাদ নিলেন ত্রিপুরা বিজেপি রাজ্য সম্পাদক
Web Desk, ABP Ananda | 04 Mar 2018 06:48 PM (IST)
আগরতলা: নির্বাচনী ভরাডুবির ফলে ২৫ বছর একটানা ত্রিপুরা শাসন করে ক্ষমতা হারানোর পর রবিবার দুপুরে রাজ্যপাল তথাগত রায়ের কাছে ইস্তফাপত্র জমা দিলেন বিদায়ী বাম মুখ্যমন্ত্রী মানিক সরকার। রাজ্যপাল ইস্তফাপত্র গ্রহণ করে পরবর্তী সরকারের শপথ গ্রহণ পর্যন্ত সরকারি দায়িত্ব পালন করে যেতে বলেন তাঁকে। মানিকবাবু সাংবাদিকদের বলেন, প্রশাসন ও মানুষের সমর্থন ২০ বছর সরকার চালাতে সুবিধা হয়েছে। মানুষ আমাদের সঙ্গে ছিলেন, আমরাও তাদের সঙ্গে ছিলাম। ওদের সমর্থন না পেলে সরকারি নীতি রূপায়ণ করা সম্ভব হত না। কোনও ধন্যবাদই ওদের জন্য যথেষ্ট নয়। রাজভবনে যাওয়ার আগে তিনি সিপিএম রাজ্য দপ্তরে যান প্রয়াত প্রাক্তন মন্ত্রী তথা দলের ৬ বারের বিধায়ক খগেন্দ্র জামাতিয়াকে শ্রদ্ধা জানাতে। ২ মার্চ দিল্লির এইমসে মারা যান তিনি। রাজনৈতিক সৌজন্য দেখিয়ে সিপিএম অফিসে গিয়ে প্রয়াত জামাতিয়াকে শেষ শ্রদ্ধা জানান বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেবও। সেখানে বিদায়ী মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ হয় তাঁর। বিপ্লব রাজ্য চালানোর ব্যাপারে তাঁর আশীর্বাদ নেন, তাঁকে প্রণামও করেন। বাইরে বেরিয়ে সাংবাদিকদের বলেন, ক্ষমতায় থাকা বড় চ্যালেঞ্জ হবে। কিন্তু জীবনে চ্যালেঞ্জ ছাড়া কিছুই হয় না। তিনি বিজেপি কর্মী, সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ঐতিহাসিক জয় উদযাপন করুন সংযম বজায় রেখে। বিজয় মিছিল করুন, কিন্তু কারও অসুবিধা করে নয়। আপনার আনন্দ যেন অন্যের যন্ত্রণার কারণ না হয় কারণ দলের লক্ষ্যই প্রত্যেককে একসঙ্গে করে উন্নয়নের পথে এগনো।'