ইম্ফল: কোনওক্রমে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরলেন মণিপুরের মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিংহ। সোমবার সকালে ইম্ফল থেকে রওনা হয়ে উখরুলের হেলিপ্যাডে তাঁর চপার অবতরণ করার পরই ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে আসতে থাকে। সোমবার সকালে সেখানে একটি হাসপাতাল ও আরও কয়েকটি সরকারি ভবনের উদ্বোধন করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সঙ্গে ছিলেন উপ মুখ্যমন্ত্রী গইখানগম। কয়েক মিনিট বাদেই শুরু হয় অজ্ঞাতপরিচয় হামলাবাজদের গুলিবর্ষণ। সন্দেহ করা হচ্ছে, নাগা সন্ত্রাসবাদী সংগঠন এনএসসিএন(আই-এম) এর ক্যাডাররাই হামলা চালায়। গুলির আঘাতে জখম হন মণিপুর রাইফেলস-এর দুই জওয়ান। পুলিশ সূত্রে খবর, অনুষ্ঠান না করেই তড়িঘড়ি ইম্ফলে ফেরত্ পাঠিয়ে দেওয়া হয় ইবোবি ও বাকিদের।
এদিকে মুখ্যমন্ত্রীর চপার নিশানা করে গুলিচালনায় জড়িত সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে এরপরই শুরু হয় তল্লাশি। তাংকুল নাগা অধ্যুষিত এলাকায় ব্যাপক অপারেশন চালায় পুলিশ। ক্ষুব্ধ গ্রামবাসীরা দুটি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
উখরুল হেলিপ্যাডে সন্দেহভাজন জঙ্গিদের গুলি, রক্ষা মণিপুরের মুখ্যমন্ত্রীর
Web Desk, ABP Ananda
Updated at:
24 Oct 2016 01:50 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -