নয়াদিল্লি: অতিরিক্ত মদ্যপানের ফলেই মারা গিয়েছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) পড়ুয়া জে আর ফিলেমন। গত পরশু বিশ্ববিদ্যালয়ের হস্টেলের ঘর থেকে এই মণিপুরি ছাত্রের দেহ উদ্ধার হওয়ার পর চাঞ্চল্য ছড়ায়। কিন্তু ময়নাতদন্তের পর প্রাথমিক ভাবে মাত্রাতিরিক্ত মদ্যপানেই তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। এমনই জানিয়েছে পুলিশ। তাঁর শরীরে বাইরে থেকে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন এক পদস্থ পুলিশকর্তা। তিনি বলেছেন, ফিলেমনের অ্যালকোহলে আসক্তি ছিল। সম্ভবত তিনি মদ্যপানের জেরে জ্ঞান হারিয়ে মারা গিয়েছেন। অপরাধ দমন শাখার তদন্তকারীরা তাঁর ঘর থেকে প্রচুর মদের বোতল ও  কিছু ওষুধপত্র পেয়েছেন।

পশ্চিম এশিয়া নিয়ে পিএইচডি করছিলেন ফিলেমন। তাঁকে বেশ কয়েকদিন দেখতে  না পেয়ে সহপাঠীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তাঁর ঘর থেকে দুর্গন্ধ বেরতে থাকায় আশপাশের আবাসিকরা নিরাপত্তাকর্মীদের নিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন।