জেএনইউ-র হস্টেল থেকে উদ্ধার মণিপুরি গবেষক ছাত্রের দেহ
Web Desk, ABP Ananda | 26 Oct 2016 07:30 AM (IST)
নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে উদ্ধার ছাত্রের দেহ। পুলিশ সূত্রে খবর, মৃত ওই ছাত্রের নাম জে আর ফিলেমন। তিনি মণিপুরের সেনাপতি জেলার বাসিন্দা। পশ্চিম এশিয়া বিষয়ের ওপর পিএইচডি করছিলেন তিনি। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, গত তিন দিন ধরে তাঁকে দেখতে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার রাতে হস্টেলের ১৭১ নম্বর ঘর থেকে উদ্ধার হয় তাঁর দেহ। তাঁর ঘর থেকে দুর্গন্ধ বেরোনোয় কর্তৃপক্ষকে বিষয়টি জানায় অন্য আবাসিক পড়ুয়ারা। নিরাপত্তারক্ষী এবং অন্য পড়ুয়ারা মিলে দরজা ভেঙে দেখে ঘরে পড়ে রয়েছে ফিলেমনের দেহ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত্যুর কারণ এখনও কিছু জানা যায়নি।