জয়পুর: অসমের পর এবার রাজস্থান থেকে রাজ্যসভায় এলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহোন সিংহ। অতীতে ১৯৯১ থেকে ২০১৯ পর্যন্ত পাঁচবার অসম থেকেই সাংসদ মনোনীত হয়েছিলেন মনমোহন। তবে এবার সেই রাজ্যে কংগ্রেসের ফল আশানুরূপ না হওয়ায় অশোক গেহলতের রাজ্য থেকে দেশের দুবারের প্রধানমন্ত্রীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতিয়ে আনলেন সনিয়া গাঁধীরা।





মনমোহন সিংহ রাজস্থান থেকে সাংসদ হওয়ায় তাঁকে ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলত। ট্যুইটে অশোক গেহলত লিখেছেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহজি-কে অভিনন্দন। ডঃ সিংহের নির্বাচন গোটা রাজ্যের কাছে গর্বের। তাঁর অসীম জ্ঞান এবং পরিপক্ক অভিজ্ঞতা রাজস্থানের মানুষের জন্য ইতিবাচক ভূমিকা নেবে।”


গত ১৩ অগস্ট মননোয়ন জমা দিয়েছিলেন, ডঃ মনমোহন সিংহ। আজ ছিল মনোনয়ন তুলে নেওয়ার শেষ দিন। যেহেতু বিজেপি এই আসনে কোনও প্রার্থী দেয়নি, সেহেতু বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে যান তিনি। দুপুর ৩টে-র পর সংসদের উচ্চকক্ষে মনমোহনের জয়ের ঘোষণা করা হয়। প্রাক্তন প্রধানমন্ত্রীর তরফে শংসাপত্র গ্রহণ করেন সরকারের মুখ্য সচেতক মহেশ জোশী।


উল্লেখ্য, রাজস্থান থেকে রাজ্যসভার ১০টি আসনের মধ্যে ৯টি-তেই রয়েছে বিজেপি মনোনিত সাংসদরা। মনমোহন সিংহের জয়ের পর, একটি আসন দখল করল কংগ্রেস।