কাল জম্মু সফরে মনমোহনের নেতৃত্বাধীন কংগ্রেসের দল, থাকছেন চিদম্বরম, গুলাম নবি
Web Desk, ABP Ananda
Updated at:
09 Sep 2017 03:19 PM (IST)
জম্মু: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ চারদিনের জম্মু ও কাশ্মীর সফরে শ্রীনগরে পা রাখার পরদিনই, রবিবার জম্মু আসছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ সহ কেন্দ্রের প্রাক্তন ইউপিএ সরকারের মন্ত্রী তথা কংগ্রেসের শীর্ষ নেতারা।
সন্ত্রাসবাদ কবলিত রাজ্যের বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে মনমোহনের নেতৃত্বাধীন কংগ্রেসের নীতি নির্ধারণকারী গোষ্ঠীর সদস্য হিসাবে আসছেন তাঁরা। দলে রয়েছেন পি চিদম্বরম, গুলাম নবি আজাদ, অম্বিকা সোনি।
জম্মু ও কাশ্মীর প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র রবিন্দর শর্মা জানিয়েছেন, দুদিনের সফরে কাল জম্মু পৌঁছেই তাঁরা কথা বলবেন দলীয় বিধায়ক, বিধান পরিষদ সদস্যসহ শীর্ষ কংগ্রেস নেতাদের সঙ্গে। পাশাপাশি কংগ্রেসের নীতি নির্নায়ক প্রতিনিধিদলটি ন্যাশনাল কংগ্রেস, সিপিএম, অকালি দলসমেত বিরোধী শিবিরের নেতাদের সঙ্গেও কতা বলবে।
প্রতিনিধিদলে থাকতে পারেন শীর্ষ কংগ্রেস নেতা তথা রাজ্যসভা সাংসদ করণ সিংহও। দলটি সব মিলিয়ে ২৫টি গোষ্ঠীর সঙ্গে মতামত বিনিময় করবে। তার মধ্যে কৃষক, গুজ্জর, পাহাড়ি, তফসিলি জাতি, উপজাতি সম্প্রদায়ও রয়েছে।
১৬, ১৭ সেপ্টেম্বর কংগ্রেসের দলটি যাবে কাশ্মীর উপত্যকায়, পরে যাবে লাদাখে। শ্রীনগর লোকসভা কেন্দ্রের উপনির্বাচন চলাকালে নিরাপত্তাবাহিনীর গুলিতে ৮ জনের মৃত্যুর পর উপত্যকায় ছড়িয়ে পড়া অশান্তি, হিংসার পরিপ্রেক্ষিতেই গত এপ্রিলে মনমোহনকে মাথায় রেখে ওই দল গঠন করে কংগ্রেস।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -