নয়াদিল্লি: ২০১৪ সালের ৩ অক্টোবর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার (২৪-০২-২০১৯), মোট ৫৩টি এপিসোড নিয়ে শেষ হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক্সক্লুসিভ সম্প্রচার ‘মন কি বাত’। মাঝে ৪ মাসের বিরতি। ৩০ জুন ৫৪তম এপিসোড নিয়ে নরেন্দ্র মোদি ফের একবার শুরু করলেন ‘মন কি বাত’। প্রধানমন্ত্রী পদে দ্বিতীয়বার শপথ গ্রহণের পর এখানেও এটা তাঁর দ্বিতীয় ইনিংস। ৩০ মে দিল্লির রাইসিনা হিলসে সপারিষদ শপথের পর জুনের শেষ রবিবারের জন্যই অপেক্ষা করছিলেন তিনি। ফিরে এসেই শ্রোতামণ্ডলীর উদ্দেশে বললেন, “যখন এটা (মন কি বাত) শেষ হয়ে যাচ্ছিল, আমি আপনাদের বলেছিলাম ৩-৪ মাসের মধ্যেই সাক্ষাৎ হবে। এই আত্মবিশ্বাস মোদির ছিল না। এটা নিশ্চিতভাবেই আপনাদের বিশ্বাস। সত্যি বলছি, আমি ফিরে আসিনি, আপনারাই আমাকে ফিরিয়ে নিয়ে এলেন। এই স্থানে ফিরিয়ে এনে আমাকে আবারও কথা বলার সুযোগ করে দিলেন।”
প্রসঙ্গত, ফেব্রুয়ারিতেই শেষবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর ভোটের প্রচার, দ্বিতীয়বার একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে ক্ষমতায় ফেরা এবং শপথ গ্রহণ, মাঝে কেটে গিয়েছে ৪ মাস। মার্চ, এপ্রিল, মে পেরিয়ে জুনের শেষ রবিবারে মোদি ফিরলেন ‘মন কি বাত টু’ নিয়ে।
এই অনুষ্ঠানে নরেন্দ্র মোদি বলেন, অনেকেই তাঁকে প্রশ্ন করেন, তিনি ভোটের মাঝে কেন কেদারনাথ, বদ্রিনাথ গিয়েছিলন? যার উত্তরে এদিন নরেন্দ্র মোদি বলেন, তাঁর কেদারনাথ ও বদ্রিনাথ দর্শনকে অনেকেই রাজনৈতিকভাবে ব্যাখ্যা করেছে। তবে ‘আত্মানুসন্ধান’ করতেই তিনি সেখানে গিয়েছিলেন বলে জানিয়েছেন নরেন্দ্র মোদি।