নয়াদিল্লি: হরিয়ানায় ডেরা সাচা সৌদা সমর্থকদের তাণ্ডবের নিন্দা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করলেন আজকের মন কি বাত। স্বঘোষিত গুরু গুরমিত রাম রহিম সিংহ ধর্ষণের অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় তাঁর অনুগামীরা যেভাবে আইন হাতে তুলে নেন, তা গভীর দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, যারা আইন হাতে তুলে নিয়ে হিংসায় উন্মত্ত হয়ে উঠেছে, তাদের ছাড়া হবে না। ভারত গাঁধী ও বুদ্ধের দেশ। এখানে হিংসা কোনওভাবেই বরদাস্ত নয়। তাঁর কথায়, আমরা উৎসবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি, ফলে হিংসার কথা শুনলে উদ্বিগ্ন হওয়ারই কথা। ভারত বৈচিত্র্যময় দেশ। বৈচিত্র্যের মধ্যে ঐক্যই ভারতের শক্তি। আমাদের খাবার বা পোশাকেই শুধু এই বৈচিত্র্য সীমাবদ্ধ নয়, তা দেশের প্রতিটি কোনে, ইঞ্চিতে ইঞ্চিতে দেখা যায়। আমাদের উৎসব পালনের মধ্যেও এই বৈচিত্র্যের সুর পরিষ্কার। উৎসব যুক্ত প্রকৃতির সঙ্গে, কৃষকদের কল্যাণের সঙ্গে। এবার উৎসবগুলির সঙ্গে স্বচ্ছতাকে জুড়ে দেওয়ার সময় এসেছে। ২ অক্টোবর গাঁধী জয়ন্তীর ১৫ দিন আগে থেকে স্বচ্ছতা হি সেবা হ্যায় প্রচারে যোগ দেওয়ার জন্য নাগরিকদের আহ্বান জানিয়েছেন তিনি।
মোদী আবার বলেছেন, বিশ্বাসের নামে হিংসা কোনওমতেই বরদাস্ত নয়। তা সে বিশ্বাস কোনও সম্প্রদায়, রাজনৈতিক মত, ব্যক্তি বা ঐতিহ্য- যাই হোক না কেন।
ফিফা ১৭ অনূর্ধ্ব ফুটবল বিশ্বকাপে যোগ দিতে আসা সবকটি দলকে তিনি স্বাগত জানিয়েছেন।
মন কি বাত: রাম রহিমের ভক্তদের তাণ্ডবের নিন্দা প্রধানমন্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Aug 2017 12:16 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -