পানাজি: কয়েকদিন আগেই ছাড়া পেয়েছিলেন, কিন্তু ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর। গতকাল গভীর রাতে তাঁকে গোয়া মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। তাঁকে হুইলচেয়ারে বসিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সঙ্গে ছিলেন পরিবারের এক সদস্য।


মুখ্যমন্ত্রীর দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘মুখ্যমন্ত্রীর রক্তচাপ কমে গিয়েছে এবং ডিহাইড্রেশনের সমস্যা আছে। সেই কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।’

এর আগে এ মাসের ১৫ তারিখ মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন পর্রীকর। ২২ তারিখ ছাড়া পেয়েই তিনি গোয়ায় ফিরে রাজ্য বাজেট পেশ করেন এবং মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন। তবে তিনি পুরোপুরি সুস্থ হননি। শোনা যাচ্ছিল, চিকিৎসার জন্য তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হবে। তবে হাসপাতালের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, পর্রীকর এখন ভাল আছেন। গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে জানিয়েছেন, ‘আমরা মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের দায়িত্ব দিয়েছি। তাঁরা মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের উপর নজর রাখছেন।’