পানাজি: প্রতিরক্ষামন্ত্রীর পদ কেন ছাড়লেন? এ বিষয়ে নীরবতা ভাঙলেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর। একটি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তাঁর মেয়াদের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, কাশ্মীর সহ নানা ইস্যুতে চাপ ছিল। প্রতিরক্ষামন্ত্রী পদে ইস্তফা দিয়ে গোয়ায় ফিরে আসার এটা একটা অন্যতম কারণ।
উল্লেখ্য, গতমাসেই গোয়ার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন পর্রীকর। তিনি মেনে নিয়েছেন, দিল্লি তাঁর কাজের জায়গা নয়। সেখানে তাঁর মনে হতে যে তিনি চাপের মধ্যে রয়েছেন।
ড. বি আর আম্বেডকরের ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বক্তব্য রাখতে গিয়ে পর্রীকর বলেছেন, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে কাজ করার সময় কাশ্মীর সহ বিভিন্ন ইস্যুতে চাপের কারণে তিনি গোয়াতে ফিরে এসেছেন।
পর্রীকর বলেছেন, সুযোগ পাওয়া মাত্রই তিনি গোয়ায় ফিরে আসেন। কেন্দ্রে থাকলেই কাশ্মীর সহ অন্যান্য সমস্যার মোকাবিলা করতে হয়।
প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, কাশ্মীর সমস্যার সমাধান সহজ নয়। এজন্য দীর্ঘমেয়াদি নীতির প্রয়োজন।এমন অনেক বিষয় রয়েছে যেখানে আলোচনা কম করে বেশি করে ব্যবস্থা নিতে হবে। কারণ, একবার আলোচনায় বসে গেলে ইস্যুটি আরও জটিল হয়ে পড়ে।