নয়াদিল্লি: আমেরিকার কাছ থেকে ১৪৫ এম৭৭৭ ১৫৫ মিমি আল্ট্রা লাইট হাউত্জার কেনার প্রস্তাবে সম্মতি দিলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রিকর। প্রতিরক্ষামন্ত্রীর সভাপতিত্বে ডিফেন্স অ্যাকুইজেশন কাউন্সিলের বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়েচে।


১৯৮৭-এ বফর্সের পর এই প্রথম ভারতীয় সেনাবাহিনীর জন্য কামান কেনা হতে চলেছে। হাউত্জার তুলনায় অনেক হাল্কা। তা সহজেই পাহাড়ি এলাকায় বিমানে করে নিয়ে যাওয়া যায়। ফলে সেগুলি পাকিস্তান ও চিনের সঙ্গে সীমান্তের পাহাড়ি এলাকায় মোতায়েন করা হবে।

এই কামান ক্রয়ে খরচ হবে সাড়ে চার হাজার কোটি টাকা। মাউন্টেন স্ট্রাইক কর্পসের জন্য এটাই প্রথম বড় ধরনের অস্ত্র ক্রয়। এর আগে এজন্য বন্দুক-প্রস্তুতকারী সংস্থা বিএই সিস্টেম ভারতের মাহিন্দ্রার সঙ্গে হাত মিলিয়ে কাজ করত।

আমেরিকার কাছ থেকে হাউত্জার কেনার প্রস্তাব দীর্ঘদিনেরই। এর আগে পূর্বতন ইউপিএ সরকারের আমলে প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি এবং বর্তমান প্রতিরক্ষামন্ত্রীর সময়ে প্রায় তিনবারের বেশি এই কামান ক্রয়ের ব্যাপারে ছাড়পত্র দিয়েছে মন্ত্রক।