চিনা পণ্য বয়কটের সমাবেশে আইফোন খোয়ালেন ভোজপুরী তারকা মনোজ তিওয়ারি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Oct 2017 02:38 PM (IST)
নয়াদিল্লি: দিল্লির রামলীলা ময়দানে চিনা পণ্য বয়কট সমাবেশে গিয়ে নিজের দামী আইফোন খোয়ালেন দিল্লি বিজেপি সভাপতি মনোজ তিওয়ারি। গতকাল আরএসএসের আয়োজিত স্বদেশী মহা সমাবেশে গিয়ে নিজের আইফোন সেভেন প্লাস হারানোর অভিযোগ দিল্লি পুলিশের কাছে দায়ের করেছেন ভোজপুরী সিনেমার এই অভিনেতা ও গায়ক।
সমাবেশ থেকে ফেরার পথেই তিনি টের পান যে, পকেটে নেই ফোনটি। এরপর সঙ্গীদের বিষয়টি জানান তিনি। কিন্তু ফোনটি খুঁজে পাওয়া যায়নি। মনোজ তিওয়ারি জানিয়েছেন, তিনি কমলা মার্কেট থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন।
পুলিশের অনুমান, পকেটমারদের খপ্পরে পড়ে গিয়েছিলেন দিল্লি বিজেপি সভাপতি। স্থানীয় সোর্সদের কাজে লাগিয়ে ফোনটির হদিশ পাওয়ার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন এক পদস্থ পুলিশ অফিসার।
আইফোন সেভেন প্লাস ফোনের দাম শুরু ৫৫ হাজার টাকা থেকে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -