গয়া: জেডিইউ বিধায়ক মনোরমা দেবীর জামিনের আর্জি খারিজ।

গাড়ি ওভারটেক করা নিয়ে বিবাদের জেরে আদিত্য সচদেব নামে এক তরুণকে গুলি করে খুনের ঘটনায় মনোরমা দেবীর ছেলে রকি যাদবের খোঁজে তল্লাশি চালানোর সময় তাঁর বাড়িতে বেআইনি মদের হদিশ পায় পুলিশ। এপি কলোনিতে তাঁর বাড়িতে পাওয়া যায় বেআইনি ১৮ টি মদের বোতল।

বিহারে মদ নিষিদ্ধ। ওই বিধি ভেঙে বাড়িতে মদ মজুত রাখায় মনোরমা দেবীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। আবগারি আইনে মামলা রুজু হয়।

এরই প্রেক্ষিতে মনোরমা দেবীর জামিনের আবেদন খারিজ করে দিল স্থানীয় আদালতের অতিরিক্ত মুখ্য বিচারক ওম সাগর।
প্রসঙ্গত, রকি যাদব ধরা পড়ার পরেই তার মা জনতা দল ইউনাইটেড (জেডিইউ) বিধায়ক মনোরমা দেবীকে সাসপেন্ড করে দল। গুলিকাণ্ডে ছেলেকে আড়াল করার অভিযোগে তাঁকে সাসপেন্ড করা হয়।