নয়াদিল্লি: কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তে মারাত্মক সমস্যায় পড়েছেন সেই সমস্ত মানুষগুলো যাঁদের বাড়িতে বিয়ে রয়েছে। এই প্রসঙ্গ টেনে এবার যোগগুরু বাবা রামদেব কেন্দ্রকে কটাক্ষ করে বলেছেন, বিজেপির অধিকাংশ সদস্যই অবিবাহিত। তাই তাঁরা বুঝতে পারেননি সামনে বিয়ের মাস আসছে। বাড়িতে বিয়ে থাকলে, হাতে নগদ টাকা না থাকলে কতটা সমস্যায় পড়তে হয় সেই সমস্ত মানুষদের।
প্রসঙ্গত, গত সাতদিনে নগদের সমস্যায় জেরবার মানুষ। টানা লাইনে দাঁড়িয়ে অনেক সময় অসুস্থও হয়ে পড়েছেন অনেকে। এমনকি বাড়িতে বিয়ে রয়েছে, সেইজন্য টানা আট ঘন্টা লাইনে দাঁড়িয়ে মৃত্যু পর্যন্ত হয়েছে এক ব্যক্তির। এমন ঘটনা থেকে শিক্ষা নিয়ে বিয়ে আছে এমন পরিবারকে এই হয়রানি থেকে রেহাই দিতে বৃহ্স্পতিবারই অর্থ মন্ত্রক নির্দেশ দেয় ব্যাঙ্কে এসে কেওয়াইসি এবং প্যান কার্ড দেখালেই আড়াই লক্ষ পর্যন্ত তুলতে পারবে সেই সমস্ত পরিবার।
রামদেব তাঁর মন্তব্যের স্বপক্ষে আরও বলেন, যদি কেন্দ্র তাদের সিদ্ধান্ত আর পনেরো দিন বা একমাস বাদে লাগু করত, তাহলে এভাবে সমস্যায় পড়তে হত না বিয়ে রয়েছে এমন পরিবারগুলোকে এবং ছোট ছোট ব্যবসায়ীদের।
তবে কেন্দ্রের এই নোট বাতিলের সিদ্ধান্ত সবটাই খারাপ নয়, মন্তব্য যোগগুরুর। তিনি মনে করেন, এরফলে পণ চাইতে পারছেন না পাত্রপক্ষের পরিবার।
প্রসঙ্গত, গত ৮ নভেম্বর, প্রধানমন্ত্রী হঠাত্ই ঘোষণা করেন সেদিন মধ্যরাত থেকেই বাজার চলতি পাঁচশো এবং হাজারের সমস্ত নোট বাতিল হয়ে যাবে। কালো টাকা রোধে, জাল নোট চক্র ভেঙে দিতে এবং দেশকে দুর্নীতিমুক্ত করতে এই পদক্ষেপ নেন মোদী সরকার। কিন্তু গত দশদিনে ব্যাঙ্কের সামনে দীর্ঘ থেকে দীর্ঘতর হওয়া লাইন, এটিএম-এ অপর্যাপ্ত টাকা মানুষের সমস্যা প্রতিদিনই বাড়িয়েছে। এরমধ্যেই কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আওয়াজ তুলেছে বিরোধী দলগুলো। সমাজের বিভিন্ন স্তরের মানুষও এই পদক্ষেপের কড়া সামলোচনা করছে। কেন্দ্রকে শীর্ষ আদালতের সমালোচনার মুখেও পড়তে হয়েছে।
নোট বাতিল:বিজেপির বেশিরভাগ সদস্য অবিবাহিত, তাই বিয়ের মাস আসছে বুঝতে পারেনি,কটাক্ষ রামদেবের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Nov 2016 04:40 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -