আমদাবাদ: বিশ্বের আর কোনও প্রকল্প সর্দার সরোবর বাঁধের মত এত সমস্যার মুখোমুখি হয়নি। বহু লোক চেষ্টা করেছে যাতে এর কাজ বন্ধ করা যায়। ভিত্তিপ্রস্তর স্থাপনের ৫৬ বছর পর সর্দার সরোবর বাঁধ উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মোদী জানিয়েছেন, প্রকল্পটি শেষ করতে দৃঢ়প্রতিজ্ঞ ছিল তাঁর সরকার। ভডোদরার দাভোই শহরে বাঁধ উদ্বোধনের পর একটি সমাবেশে তিনি বলেন, নতুন ভারতের প্রতীক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে এই সর্দার সরোবর বাঁধ। এটি একটি ইঞ্জিনিয়ারিং বিস্ময়, এই বাঁধ এলাকায় উন্নয়ন ত্বরাণ্বিত করবে।
আজ নিজের ৬৭তম জন্মদিনে সর্দার সরোবর বাঁধ দেশবাসীকে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তাঁদের বিরুদ্ধে বহু মিথ্যে অভিযোগ উঠেছে। অনেকে ষড়যন্ত্র করেছে এই প্রকল্প থামাতে। কিন্তু তাঁরা এটাকে রাজনৈতিক লড়াই করে তুলতে দেননি। কিন্তু তিনি তাদের নাম করতে চান না, সেই রাস্তায় হাঁটার ইচ্ছে নেই তাঁর।
প্রধানমন্ত্রীর দাবি, সর্দার সরোবর প্রকল্প বন্ধ করতে বিরাট আকারে ভুয়ো তথ্যের প্রচার চালানো হয়। বিশ্ব ব্যাঙ্ক এই প্রকল্পে টাকা ঢালবে বলে কথা ছিল। পরিবেশ সংক্রান্ত মিথ্যে প্রচারে প্রভাবিত হয়ে পিছিয়ে যায় তারা। কিন্তু তারা সাহায্য করুক বা না করুক, ভারত সরকার নিজেই এই প্রকল্প শেষ করতে পেরেছে।
তাঁর কথায়, উন্নয়নের গতি বাড়াতে জলের অভাব বড় সমস্যা। এই প্রকল্পের সাহায্যে বাঁধের জল গুজরাতে ভারত-পাক সীমান্তে বিএসএফ জওয়ানদের কাছেও পৌঁছে দেওয়া যাবে। গুজরাত ছাড়াও উপকৃত হবে মধ্যপ্রদেশ, রাজস্থান ও মহারাষ্ট্র।
সর্দার সরোবর প্রকল্প ঠেকাতে অনেকে চেষ্টা করেছিল কিন্তু আমরা কাজ শেষ করতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম, বললেন প্রধানমন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Sep 2017 04:05 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -