এই বিতর্কিত মন্তব্য করার জন্য অবশ্য পরে ক্ষমা চেয়ে নিয়েছেন রাবড়ি। তাঁর দাবি, হিন্দিতে চলতি একটা অভিব্যক্তি ব্যবহার করেছেন। এর জন্য যদি কারও ভাবাবেগে আঘাত লাগে, তাহলে তিনি ক্ষমাপ্রার্থী। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে রাবড়ি আরও বলেছেন, ‘কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে আমাকে দমমানো যাবে না। ইডি, সিবিআই বা আয়কর বিভাগ যেই হোক না কেন, আমি ওদের চরিত্র ভালভাবেই জানি। ওরা যত খুশি নোটিস পাঠাক। আমি ভয় পাব না। ওদের যদি আমাকে জেরা করার এত ইচ্ছা থাকে, তাহলে ওরা পটনায় এসে জেরা করুক। আমরা কি অন্যায় করেছি? কেন্দ্র ও রাজ্য সরকারের জবাব দেওয়া উচিত।’ বিহারে অনেকেই মোদীর গলা, হাত কাটতে তৈরি, বিস্ফোরক মন্তব্য করে ক্ষমা চাইলেন রাবড়ি দেবী
Web Desk, ABP Ananda | 22 Nov 2017 02:35 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
পটনা: বিহারের বহু মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলা ও হাত কাটার জন্য তৈরি। বিহারের বিজেপি সভাপতি নিত্যানন্দ রাইয়ের মন্তব্যের পাল্টা হিসেবে এমনই বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী। নিত্যানন্দ বলেছিলেন, ‘প্রধানমন্ত্রীর দিকে যে আঙুল ও হাত উঠবে, সেগুলি ভেঙে বা কেটে দেওয়া উচিত।’ তার জবাবে রাবড়ি বলেছেন, ‘ওরা বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠলে, সেই আঙুল কেটে ফেলা হবে। সেটা করলে দেশের কেউ চুপ করে থাকবে না। বিহারের মানুষ কি কিছু বলবেন না? এখানে অনেকেই আছেন, যাঁরা প্রধানমন্ত্রী মোদীর গলা ও হাত কাটার জন্য তৈরি। এর জন্য বিহারের মানুষ একসঙ্গে জেলে যাবেন।’