কলকাতা: ভোপালে জেল ভেঙে পালানো ৮ সিমি সদস্যের পুলিশের সংঘর্ষে মৃত্যুর তত্ত্ব নাকচ করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট বার্তায় তিনি স্পষ্ট লিখেছেন, তথাকথিত এনকাউন্টার তত্ত্বের সঙ্গে একমত নই আমরা। অনেক প্রশ্নই উঠছে, যার উত্তর মেলেনি।
যদিও ঘটনাক্রম খতিয়ে দেখে ও সংঘর্ষস্থলের ভিডিও দেখিয়ে বিরোধী দলগুলি সংশয় প্রকাশ করে বিচারবিভাগীয় তদন্তের দাবি তুলেছে। মমতার ট্যুইটে তদন্ত দাবি করা হয়নি বটে, তবে সংঘর্ষে সিমি বন্দিদের মারা যাওয়ার তত্ত্ব খারিজ করে এর পিছনে ‘রাজনৈতিক প্রতিশোধস্পৃহা’র উল্লেখ করেছেন তিনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লিখেছেন, এসবের পিছনে কাজ করছে রাজনৈতিক স্বার্থ। এ ধরনের বিষয়গুলি আমায় দেশের জাতীয় সংহতি, ঐক্য নিয়ে গভীর ভাবে বিচলিত করে।প্রসঙ্গত, এনকাউন্টার তত্ত্ব নিয়ে প্রশ্ন তুলে, সন্দেহ ও সংশয় প্রকাশ করায় তোলায় বিরোধীদের পাল্টা আক্রমণ করেছে বিজেপিও।
বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিংহ বলেছেন, মমতা সেই সমস্ত রাজনৈতিক দলের সুরেই কথা বলছেন, যারা জঙ্গিদের প্রতি সহানুভূতিসম্পন্ন এবং নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। তাঁর আরও অভিযোগ, সার্জিক্যাল স্ট্রাইকের পর সুকৌশলে সেনার প্রশংসা করার বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন মমতা।
বিজেপির পশ্চিমবঙ্গে দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাশ বিজয়বর্গীয় অভিযোগ করেছেন, তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলা জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে।