কলকাতা: বিহারের জামুইয়ে মাওবাদী আতঙ্ক। বন্ধ ট্রেন চলাচল। লক্ষ্মীসরাইয়ে পুলিশ-মাওবাদী গুলির লড়াই। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ১২টা নাগাদ কয়েকজন মাওবাদী জামুই ও কিউল স্টেশনের মাঝে জিতেন্দ্র হল্ট থেকে এক গেটম্যানকে অপহরণ করে নিয়ে ট্রেনের সিগনাল লাল রাখার হুমকি দিয়ে ছেড়ে দেয়। এরপর থেকে সিগনাল লাল থাকায় প্রায় ৭ ঘণ্টা জামুই স্টেশন দিয়ে দূরপাল্লার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে বিভিন্ন স্টেশনে আটকে পড়ে ডাউন ছাপরা-টাটা এক্সপ্রেস, ডাউন রক্সৌল-হাওড়া মিথিলা এক্সপ্রেস, ডাউন দানাপুর এক্সপ্রেস, ডাউন বিভূতি এক্সপ্রেস, ডাউন অমৃতসর মেল-সহ ১২টি দূরপাল্লার ট্রেন। পাশাপাশি, রাতেই লক্ষ্মীসরাইয়ে একটি মোবাইল টাওয়ার জ্বালিয়ে দেয় মাওবাদীরা। ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে শুরু হয় গুলির লড়াই। তবে হতাহতের খবর মেলেনি। প্রসঙ্গত উল্লেখ্য, বিহার ও ঝাড়খণ্ডে ২৮ জুলাই থেকে ৩ অগাস্ট পর্যন্ত শহিদ সপ্তাহ পালনের ডাক দিয়েছে মাওবাদীরা।