নয়াদিল্লি: পুনে পুলিশ এক দলিত অধিকারকর্মী সহ ৫ জনকে গ্রেফতার করে মাওবাদীদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার ছক ফাঁস করার যে চাঞ্চল্যকর দাবি করেছে, সে ব্যাপারে তদন্ত চাইল কংগ্রেস। এ নিয়ে ক্ষুদ্র রাজনীতি করা অনুচিত বলে অভিমত তাদের।

কংগ্রেস মুখপাত্র পবন খেরা বলেন, দেশের প্রধানমন্ত্রীর জীবনহানির বিপদকে সংকীর্ণ রাজনীতির বিষয় করে তোলা ঠিক নয়। আমরা দুজন প্রধানমন্ত্রীকে হারিয়েছি। ছত্তিশগড়ে হিংসায় আমাদের গোটা নেতৃত্ব নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। সন্ত্রাসবাদ, নকশালপন্থার বিরুদ্ধে লড়ার মূল্য কী, আমরা জানি।  ছত্তিশগড়ে আমাদের পুরো নেতৃত্ব যখন নিহত হয়, বিজেপি ক্ষমতায় ছিল। আমরা কিন্তু এ নিয়ে রাজনীতি করিনি।

পুনে পুলিশ গত বৃহস্পতিবার আদালতে জানায়, নিষিদ্ধ মাওবাদীদের সঙ্গে 'যোগসাজশ' থাকায় আগের দিন গ্রেফতার হওয়া পাঁচজনের মধ্যে একজনের দিল্লির বাসভবন থেকে একটি চিঠি পাওয়া গিয়েছে যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজীব গাঁধীর মতো একই কায়দায় 'খতমের' প্ল্যানের উল্লেখ রয়েছে।
এব্যাপারে খেরা বলেন, প্রধানমন্ত্রীর বিপদ হতে পারে, এমন যে খবরই তথ্যই সামনে আসুক, তা নিয়ে সন্দেহ, সংশয় থাকলেও, এমনকী তা গুজব মনে হলেও গুরুত্ব দেওয়া উচিত তাতে। অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত, তদন্ত করা প্রয়োজন।
ভিমা-কোরেগাঁওয়ের হিংসা নিয়েও রাজনীতি করার চেষ্টা চলছে বলে অভিযোগ তুলে তার নিন্দা করে খেরা বলেন, খোদ কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে মহারাষ্ট্রে নিজেদের সরকারকেই চ্যালেঞ্জ করায়, ভিমা-কোরেগাঁওয়ের হিংসার সঙ্গে এলগার পরিষদের সম্পর্ক নেই বলে পুলিশও জানিয়ে দেওয়ায় এ ব্যাপারে বিজেপি সরকারের আসল চেহারা বেরিয়ে পড়েছে।
আঠওয়ালে ওই হিংসার ব্যাপারে দলিত অধিকার রক্ষা কর্মীদের গ্রেফতারিকে অন্যায় বলে নিন্দাও করেছেন।
ইউপিএ-২ এর শাসনে সরকার বহু ক্ষেত্রে তীব্র বিরোধিতার মুখে পড়লেও কখনও বিরোধী কন্ঠস্বরকে দেশবিরোধী তকমা দেয়নি বলে দাবি করেন খেরা, সরকারের বিরুদ্ধ মতকে তথ্য পরিসংখ্যান দিয়ে মোকাবিলা করা উচিত বলে অভিমত জানান।