ধানবাদ: ঝাড়খণ্ডে ধানবাদ শাখার করমাবাদ হল্ট স্টেশনের কাছে রেললাইন উড়িয়ে দিল মাওবাদীরা। অল্পের জন্য রক্ষা দিল্লি-শিয়ালদা রাজধানী এক্সপ্রেসের। এই হামলার ফলে বিপর্যস্ত হয়ে পড়ে হাওড়া-দিল্লি মেন লাইনে ট্রেন চলাচল। তবে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল।
আজ ঝাড়খণ্ড বন্ধের ডাক দিয়েছে মাওবাদীরা। তার আগে গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ কর্মাবাদ হল্ট স্টেশনের কাছে ডাউন লাইন উড়িয়ে দেয় তারা। এর জেরে রাঁচি-পটনা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই জমুইয়ে লক্ষ্মীপুরের কাছে আনন্দপুর গ্রামে উড়িয়ে দেওয়া হয় একটি মোবাইল টাওয়ার। এরপর গিরিডির মধুবন থানার ধাবাটাঁড়ের কাছে ডুমরি-গিরিডি রোডে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতেও আগুন ধরিয়ে দেয় মাওবাদীরা। ভোরে বিরনি থানার গারাগুরুতে রাস্তা তৈরির কাজে ব্যবহৃত যন্ত্রেও আগুন ধরিয়ে তারা। পরপর হামলার পরে ঝাড়খণ্ড জুড়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে।
কর্মাবাদে রেল লাইনে মাওবাদী হানার জেরে গতকাল রাত থেকে দিল্লি-হাওড়া রেল চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। কোডারমা স্টেশনে দাঁড়িয়ে পড়ে ডাউন যোধপুর এক্সপ্রেস। হাজারিবাগ স্টেশনে দাঁড়িয়ে পড়ে ডাউন কালকা মেল। রফিগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে পড়ে ডাউন আনন্দবিহার বাই উইকলি। গুজহান্ডি স্টেশনে দাঁড়িয়ে পড়ে ডাউন শিপ্রা এক্সপ্রেস। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর গয়া থেকে ছাড়ে রাজধানী এক্সপ্রেস। অনুগ্রহ নারাণপুর রোড থেকে ছেড়েছে মুম্বই মেল। যুদ্ধকালীন তৎপরতায় রেললাইন সারানোর কাজ শুরু হয়েছে। দাঁড়িয়ে পড়া সব ট্রেনই চলতে শুরু করেছে বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঝাড়খণ্ডে রেললাইন উড়িয়ে দিল মাওবাদীরা, অল্পের জন্য রক্ষা রাজধানী এক্সপ্রেসের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 May 2017 08:38 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -