ভোপাল: সুকমায় নকশাল হামলায় শহিদ ১২জন সিআরপিএফ জওয়ানের পরিবারকে তাঁরা আর্থিক সাহায্য করেছেন। তাই এবার মাওবাদীরা হুঁশিয়ারি দিল অভিনেতা অক্ষয় কুমার ও ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়ালকে।
হিন্দি ও উপজাতীয় গোন্দ ভাষায় লেখা প্যামফ্লেটে অক্ষয় ও সাইনার নাম করে সাবধান করা হয়েছে, নিরাপত্তা বাহিনী কর্পোরেট হাউসের স্বার্থ দেখার কাজ করে, তাদের যেন কোনওভাবেই সাহায্য না করা হয়। তার থেকে বরং শোষক বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে মাওবাদীদের পাশে দাঁড়ান সেলিব্রিটিরা।
ছত্তিশগড়ের বস্তার জেলার দক্ষিণে দান্তেওয়াড়ার বয়লাডিলা এলাকায় পাওয়া গিয়েছে ওই প্যামফ্লেট। সংগঠনের অর্ধশতবার্ষিকী উপলক্ষ্যে সপ্তাহভর উৎসব করছে মাওবাদীরা। সেই উপলক্ষ্যে এই প্যামফ্লেট ছাপিয়ে তারকা বিলি করছে।
অক্ষয় কুমার ও সাইনা নেহওয়াল দুজনেই ১৬ মার্চের মাও হামলায় মৃত সিআরপিএফ জওয়ানদের পরিবারকে আর্থিক সাহায্য করেছেন। অক্ষয় ১২ জওয়ানের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে সাহায্য করেন। লন্ডন অলিম্পিকে ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জয়ী সাইনা সাহায্য করেন পরিবারপিছু ৫০,০০০ টাকা করে।
সিআরপিএফকে আর্থিক সাহায্যের জন্য সাইনা নেহওয়াল, অক্ষয় কুমারকে হুমকি মাওবাদীদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 May 2017 08:17 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -