দিনভর অশান্তির পর মুম্বইয়ে নির্ধারিত সময়ের আগেই প্রত্যাহার করা হল মরাঠা-সংক্ষণের দাবিতে বনধ
Web Desk, ABP Ananda | 25 Jul 2018 05:57 PM (IST)
মুম্বই: মরাঠাদের জন্য সরকারি চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণের দাবিতে বিভিন্ন সংগঠনের ডাকা সারাদিনের বনধে বিভিন্ন জায়গায় ছড়াল হিংসা-অশান্তি। মুম্বই, ঠানেতে একাধিক বাসে ভাঙচুর ও আগুন ধরানো হয়। ট্রেনেও পাথর ছোঁড়া হয়। পুলিশ সুপার সহ তিন পুলিশকর্মী আহত হন। মুম্বই-পুণে ও মুম্বই-গোয়া সড়ক অবরোধ করা হয়। এরই মধ্যে বিষ খেয়ে আরও এক আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। শেষপর্যন্ত নির্ধারিত সময়ের আগেই প্রত্যাহার করে নেওয়া হয়েছে বনধ। সোমবার থেকেই মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় মরাঠা-সংরক্ষণের দাবিতে বিক্ষোভ চলছে। আজ মুম্বইয়ে বনধের ডাক দেওয়া হয়। সকাল থেকে বিভিন্ন জায়গায় শুরু হয় হিংসাত্মক বিক্ষোভ। ট্রেন অবরোধও করা হয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাসের শেল ফাটায়। শেষপর্যন্ত বিকেল তিনটে নাগাদ বনধ প্রত্যাহার করে নেওয়া হয়। মরাঠা সংগঠনের নেতা বীরেন্দ্র পওয়ার বলেছেন, ‘আমরা শুধু প্রমাণ করতে চেয়েছিলাম, ঐক্যবদ্ধ আছি। সেটা প্রমাণ করে দিয়েছি। আমরা কখনও চাইছি প্রতিবাদ হিংসাত্মক হয়ে উঠুক। তাই আজকের মতো মুম্বইয়ে বনধ প্রত্যাহার করে নিচ্ছি। আমাদের সন্দেহ, রাজনৈতিক উদ্দেশ্যে কয়েকজন হিংসাত্মক কার্যকলাপ চালিয়েছে। না হলে আগের মতোই শান্তিপূর্ণ প্রতিবাদ হওয়ার কথা ছিল। কিন্তু মুম্বইয়ের বাইরে থেকে হিংসার খবর আসায় আমরা বনধ প্রত্যাহার করে নিলাম।’ মরাঠা মোর্চার অপর এক নেতা জানিয়েছেন, ৯ অগাস্ট ফের বনধ ডাকা হতে পারে। তবে সব সদস্যর সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।