মাত্র ৪৪ বছরে নৃত্য পরিবেশনার সময় মৃত্যু মরাঠি নৃত্যশিল্পী অশ্বিনী একবটের
Web Desk, ABP Ananda | 24 Oct 2016 01:57 PM (IST)
পুণে: মাত্র ৪৪ বছর বয়সে মঞ্চে নৃত্য পরিবেশনার সময় মৃত্যু হল মরাঠি অভিনেত্রী এবং নৃত্যু শিল্পী অশ্বিনী একবটের। নৃত্যশিল্পী অশ্বিনীর আকষ্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা নৃত্যজগৎ থেকে শুরু করে ছোট ও বড়পর্দার বিভিন্ন শিল্পীরা। মরাঠি ইন্ডাস্ট্রিতে তাঁর নৃত্যশৈলির জন্যে তাঁকে সকলেই চিনতেন। তবে নৃত্যজগৎ-এ তাঁর পরিচিতি ছাড়াও তাঁকে ছোটপর্দা ও বড়পর্দাতেই বিভিন্ন সময় দেখা গিয়েছে। শনিবার পুণেতে ভারত নাট্যমন্দিরে নৃত্য পরিবেশনার সময় হঠাৎই বুকে যন্ত্রণা অনুবভ করেন অশ্বিনী। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে, মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। চিকিৎসকদের দাবি, তাঁর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। মরাঠি ছবি ‘অকলেচি কান্ডে’ (২০০১), ‘দুমকাটা’ (২০০৭), ‘বাভারে প্রেম হি’ (২০১৪)-এ অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। মরাঠি ছবির জগৎ-এর শিল্পীরা তাঁর এই আকষ্মিক মৃত্যুতে টুইটারে শোকপ্রকাশ করেছেন।