নয়াদিল্লি: বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে এবং মোবাইল ফোন ও ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার সংযুক্তির সময়সীমা ৩১ মার্চ থেকে বাড়াতে পারে কেন্দ্র। সুপ্রিম কোর্টে এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। কেন্দ্র বলেছে, প্রয়োজন হলে এই সময়সীমা বাড়ানোর কথা বিবেচনা করে দেখা হবে।
প্রধানমন্ত্রী বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চে আধার মামলার শুনানি চলাকালে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল জানিয়য়েছেন, অতীতেও সরকার আধার সংযুক্তির সময়সীমা বাড়িয়েছে। আবারও তা করা হতে পারে।
উল্লেখ্য, আধার আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একগুচ্ছ পিটিশন দায়ের হয়েছে। সেই পিটিশনগুলির শুনানি চলছে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে।
আবেদনকারীদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে বলা হয়, আধার সংযুক্তির সময়সীমা নিকটবর্তী হচ্ছে। কিন্তু ৩১ মার্চের মধ্যে এই মামলার নিষ্পত্তি নাও হতে পারে। তাই তাঁরা সময়সীমা বাড়ানোর দাবি জানান।
এর জবাবে বেণুগোপাল বলেন, প্রয়োজন হলে তা করা হবে।
আধার সংযুক্তির সময়সীমা ৩১ মার্চ থেকে বাড়তে পারে, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Mar 2018 08:01 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -