নয়াদিল্লি: ফের বিতর্কে উত্তরপ্রদেশের মুজফফরনগরের খাটাউলির বিজেপি বিধায়ক বিক্রম সাইনি। জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া সংবিধানের ৩৭০ ধারা রদের সিদ্ধান্ত সংসদের দুই কক্ষে অনুমোদন পাওয়ায় উল্লসিত সাইনি এক অনুষ্ঠানে এমন এক মন্তব্য করেছেন যা নিয়ে আপত্তি উঠতে পারে। সংসদে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের ঘটনা সেলিব্রেট করার অনুষ্ঠানে তিনি বলেছেন, বিজেপির ব্যাচেলর নেতা-কর্মীরা বেশ খুশি, কারণ ৩৭০ ধারা উঠে যাওয়ায় ফরসা, সুন্দরী কাশ্মীরী মেয়েদের বিয়ে করা যাবে। ওঁরা কাশ্মীরে গিয়ে জমি কিনুন, ওখানকার মেয়েদের বিয়ে করুন! সোস্যাল মিডিয়ায় সাইনির এই মন্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে। তিনি বলেছেন, বিজেপি কর্মীরা বেশ উত্তেজিত। যাঁরা বিয়ে করেননি, তাঁরা ওখানে বিয়ে করতে পারবেন। এখন কোনও সমস্যা হবে না। আগে মেয়েদের ওপর খুব অত্যাচার হয়েছে। কাশ্মীরের কোনও মেয়ে উত্তরপ্রদেশের লোককে বিয়ে করলে তার নাগরিকত্ব চলে যেত। ভারত, পাকিস্তানের জন্য ভিন্ন নাগরিকত্ব ছিল। সাইনি এও বলেছেন, মুসলিম কর্মীদের এখানে সেলিব্রেট করা উচিত। ওখানে গিয়ে সুন্দরী কাশ্মীরী মেয়েকে বিয়ে করুন। আনন্দ উদযাপন হওয়া উচিত অবশ্যই। হিন্দু হোন বা মুসলিম, প্রত্যেকে আনন্দ করুন। এটা এমন এক ব্যাপার যা সারা দেশে উদযাপিত হওয়া উচিত। পরে ওই মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে সাইনি সাফাই দেন, তিনি আপত্তিকর কিছুই বলেননি। বলেন, এখন কোনও ঝামেলা ছাড়াই যে কেউ কাশ্মীরী মেয়েকে বিয়ে করতে পারেন। সেটাই বলেছি আর সেটাই সত্যি। এটা কাশ্মীরের মানুষের স্বাধীনতার ব্যাপার। সেজন্যই আমরা মঙ্গলবার সেলিব্রেট করলাম। এখন কাশ্মীরীরা স্বাধীনতা পেয়েছেন।