নয়াদিল্লি: কেন্দ্রের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ সংক্রান্ত সিদ্ধান্তে প্রবল উচ্ছ্বাস প্রকাশ করে বিজেপি নেতা রাম মাধব বললেন, জম্মু ও কাশ্মীরের সম্পূর্ণ ভারতভুক্তির জন্য প্রয়াত ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শহিদ হওয়া সার্থক হল, তা সম্মান পেল। শ্যামাপ্রসাদ ছিলেন যে জনসংঘ থেকে বিজেপির সৃষ্টি, তার প্রতিষ্ঠাতা। বিজেপি সাধারণ সম্পাদক তথা জম্মু ও কাশ্মীরের জন্য ভারপ্রাপ্ত সেই দলের নেতা মাধব এও বলেছেন, জম্মু ও কাশ্মীর পুরোপুরি ভারতের সঙ্গে যুক্ত হোক, এটা সারা দেশের দীর্ঘদিনের দাবি।


সোমবার রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রস্তাব পেশ করেন যে, ৩৭০ ধারা আর জম্মু ও কাশ্মীরে প্রযোজ্য হবে না। এরপরই মাধব ট্যুইট করেন, কী অসাধারণ গৌরবের দিন। ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জম্মু ও কাশ্মীরের ভারতের সঙ্গে পুরোপুরি সংযুক্তির জন্য শহিদ হয়েছিলেন। অবশেষে তাঁর বলিদান মর্যাদা পেল। সারা দেশের সাত দশকের পুরানো দাবি আমাদের চোখের সামনে, আমাদের জীবদ্দশায় বাস্তবায়িত হল। কখনও এটা কল্পনা করা গিয়েছিল?
বিজেপির আরেক মুখপাত্র শাহনওয়াজ হুসেনও ট্যুইট করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি অসম্ভবকে সম্ভব করলেন। দেশের আশাআকাঙ্খার সামনে বিপদ কেটে গেল। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ নিয়ে এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য নরেন্দ্র মোদিজি, অমিত শাহজিকে ধন্যবাদ। জম্মু ও কাশ্মীরের উন্নয়ন, সমৃদ্ধির রাস্তা খুলে গেল।