সুকমা: যেভাবে সিআরপিএফ জওয়ানদের ওপর মাওবাদীরা হামলা চালিয়েছে, তা ভীরুদের কাজ। জওয়ানদের এই আত্মবলিদান বিফলে যাবে না। ছত্তিশগড় আর্মড ফোর্সের মানা ছাউনিতে বসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ এ কথা বললেন।
রাজনাথ বলেছেন, যেভাবে জওয়ানদের ওপর হামলা চলেছে তা দুর্ভাগ্যজনক ও দুঃখজনক। শহিদদের স্যালুট করেন তিনি। তিনি জানান, সুকমা দিয়ে একটি বড় রাস্তানির্মাণের কাজ চলছিল। তারই নিরাপত্তা দেখতে টহল দিচ্ছিলেন সিআরপি জওয়ানরা। তখন মাও জঙ্গিরা অতর্কিতে তাঁদের ওপর হামলা চালায়। কর্মরত জওয়ানদের ওপর এভাবে হামলায় সাহসিকতার কোনও পরিচয় নেই। মৃতদের পরিবারবর্গকে সমবেদনা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোটা দেশকে তিনি আশ্বস্ত করতে চান, যে আমাদের জওয়ানদের এই আত্মবলিদান বিফলে যাবে না।
রাজনাথের দাবি, জওয়ানদের তৎপরতার ফলে মাওবাদীদের কাজকর্ম চোখে পড়ার মত কমে গিয়েছে তাই হতাশা থেকে তাদের এই হামলা। তবে কেন্দ্র আত্মবিশ্বাসী, তাদের শিগগিরই পুরোপুরি দমন করা যাবে।
রায়পুরে নেমে আহত জওয়ানদের দেখতে আগে হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী। জানিয়েছেন, তাঁরা এখন বিপন্মুক্ত। যত দ্রুত সম্ভব যাতে শহিদ জওয়ানদের দেহ তাঁদের পরিবারের কাছে পৌঁছয়, তার ব্যবস্থা হয়েছে। শহিদদের পরিবারকে যে ক্ষতিপূরণ দেওয়া হবে তা যেন মোট ১ কোটি টাকার কম কোনও মতেই না হয়, সে ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজনাথের সঙ্গে দেখা করেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিংহ ও অন্যান্য মন্ত্রীরা। স্বরাষ্ট্রমন্ত্রী একটি উচ্চপর্যায়ের বৈঠক সারেন মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রামসেবক পাইকরা ও বরিষ্ঠ পুলিশ আধিকারিকদের সঙ্গে। বৈঠকে রাজনাথ জানিয়ে দেন, এই অতিবাম সন্ত্রাসবাদের মূলোচ্ছেদ করতে রাজ্যকে সবরকম সাহায্য করবে কেন্দ্র।
সিআরপিএফের ২১৯ নম্বর ব্যাটেলিয়নের ১২জন জওয়ান গতকাল মাওবাদী হামলায় শহিদ হন। সুকমা জেলার ভেজ্জি পুলিশ স্টেশনের কাছে টহল দেওয়ার সময় তাঁদের ওপর হামলা চালায় মাওবাদীরা।
আমাদের জওয়ানদের শহিদ হওয়া বিফলে যাবে না, সুকমা হামলা প্রসঙ্গে রাজনাথ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Mar 2017 10:16 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -