নয়াদিল্লি: হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর উত্তপ্ত হয়ে উঠেছে কাশ্মীরের পরিস্থিতি। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
জানা গিয়েছে, ২০১৫-র ২৭ জানুয়ারি সেনা বাহিনীর একটি ছোট ব্যাটেলিয়নের ওপর হামলা চালিয়েছিল বুরহান। ওই হামলায় ৪২ রাষ্ট্রীয় রাইফেলের কম্যান্ডিং অফিসার কর্নেল এম এন রাই শহিদ হয়েছিলেন। কর্নেল রাইয়ের মৃত্যুতে ভেঙে পড়েছিলেন তাঁর মেয়ে অলকা। বাবার মরদেহের সামনে কাঁদতে কাঁদতে বাবাকে স্যালুট করেছিলেন অলকা। বাবাকে এভাবে অলকার শেষ শ্রদ্ধা জানানোর দৃশ্য সকলের চোখে জল এনে দিয়েছিল। উল্লেখ্য, মৃত্যুর আগের দিনই ২৬ জানুয়ারী কর্নেল রাইকে যুদ্ধ সেবা মেডেল দেওয়া হয়েছিল।
এবার বুরহানের মৃত্যুর পর কর্নেল রাইয়ের মেয়ে অলকা ভারতের সেনা জওয়ানদের স্যালুট করলেন। বাবার সামরিক পোশাকে সেনা-জওয়ানদের স্যালুট করলেন তিনি। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।অলকার আগের ছবিটা বাবার মরদেহের সামনে কান্না ভেজা চোখে। আর এবার স্যালুট জানালেন বাবার সামরিক উর্দি পরে হাসতে হাসতে।
বুরহানের মৃত্যু: শহিদ কর্নেল রাইয়ের মেয়ের স্যালুট সেনা জওয়ানদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Jul 2016 09:52 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -