নয়াদিল্লি: ২ মিনিটের জন্য বন্ধ থাকবে সব কাজ! স্তব্ধ থাকবে গোটা দেশ!


কারণ, দেশের স্বাধীনতা সংগ্রামে শহিদদের স্মরণে আগামী ৩০ জানুয়ারি ২ মিনিট নীরবতা পালিত হবে গোটা দেশে। এই মর্মে সমস্ত রাজ্যের কাছে পৌঁছেছে নির্দেশিকা।


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, শহিদ দিবস উপলক্ষ্যে ৩০ জানুয়ারি সকাল ১০টা ৫৯ থেকে ১১টা পর্যন্ত ১ মিনিট ধরে দেশজুড়ে বাজাতে হবে সাইরেন। তারপর ১১টা থেকে পালন করলে হবে ২ মিনিট নীরবতা।


সাইরেন শুনতে পেলেই যে যেখানে থাকুক, সব কাজ ফেলে উঠে দাঁড়িয়ে নীরবতা পালনে অংশ নিতে হবে। এই নির্দেশিকা নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে, বিজেপি।


নির্দেশিকায় কেন্দ্র আরও জানিয়েছে, যে সব জায়গায় সাইরেন বাজানোর পরিকাঠামো নেই, সেখানে সংশ্লিষ্ট প্রশাসনকে নীরবতা পালন সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশ দিতে হবে।


নীরবতা পালনের পর ১১টা ২ থেকে ১১টা ৩ পর্যন্ত ফের বাজবে সাইরেন।