পাঁচ মাসের সন্তানও বড় হয়ে যোগ দেবে সেনাবাহিনীতেই, বলছেন শহিদ জওয়ানের স্ত্রী
ABP Ananda, web desk | 01 Dec 2016 10:44 AM (IST)
আলওয়ার: মঙ্গলবার জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নিহত সেনা জওয়ানদের মধ্যে একজন রাজস্থানের রাঘবেন্দ্র সিংহ। ২৬ বছরের অকুতোভয় সেনার পরিবারে শোকের ছায়া। আজ বাড়িতে আসার কথা রাঘবেন্দ্রর কফিনবন্দী দেহ। ঘড়ি জাফর গ্রামে শহিদ জওয়ানের বাড়িতে অসংখ্য মানুষের ভিড়। শোকের মধ্যেও স্বামীর বীরত্বের কথা স্মরণ করে গর্বিত রাঘবেন্দ্রর স্ত্রী ২৪ বছরের অঞ্জু সিকারওয়ার। পাঁচ মাসের সন্তান যাতে বড় হয়ে সেনা বাহিনীতে যোগ দেয়, সেভাবেই তাকে বড় করে তুলবেন অঞ্জু। তিনি বলেছেন, আমার সন্তানের বয়স পাঁচ মাস। ও যাতে সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করতে পারে, সেভাবেই ওকে বড় করে তুলব। স্বামীর মৃত্যুর খবর শুনে সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন অঞ্জু। অবিরত চোখ গিয়ে গড়িয়ে পড়ছে জল। এরমধ্যেও তিনি বলছেন, ‘আমি যদি সেনাবাহিনীতে যোগ দিতে না পারি তাহলে শিক্ষার মাধ্যমে দেশের সেবা করব এবং শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেব’। মধ্যপ্রদেশের একটি বেসরকারি কলেজ থেকে বিএড পড়ছেন অঞ্জু। রাঘবেন্দ্রর দাদা পরবেন্দ্র সিংহও সেনা জওয়ান। রাষ্ট্রীয় রাইফেলসে কর্মরত তিনি। জঙ্গি হামলার ১০ ঘন্টা আগে বাড়িতে ফোন করেছিলেন রাঘবেন্দ্র। বাবা রামগোপাল পরিহার বলেছেন, রাঘবেন্দ্র মাকে ফোন করে নিজের যত্ন নিতে বলেছিলেন। খুব শীঘ্রই বাড়িতে আসার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। হ্যাঁ, বাড়িতে আসছেন রাঘবেন্দ্র। তবে কফিনবন্দী হয়ে।