নয়াদিল্লি: জিএসটি পরবর্তী জমানায় মারুতি সুজুকি ইন্ডিয়া গাড়ির দাম কমাল ৩ শতাংশ পর্যন্ত। নতুন দাম তৎক্ষণাৎ কার্যকর করা হয়েছে।
সংস্থা বলেছে, জিএসটি সংক্রান্ত যাবতীয় সুফল গাড়ির ক্রেতাদের হাতে তুলে দিয়েছে তারা। তবে ভ্যাট অনুয়ায়ী রাজ্যে রাজ্যে গাড়ির দাম আলাদা হবে।
যদিও ডিজেল চালিত সিয়াজ ও এর্তিগা গাড়ির দাম এক লাখ টাকার ওপর বেড়েছে, কারণ জিএসটি কাঠামোয় এ ধরনের গাড়ির ওপর প্রত্যাহার করা হয়েছে করছাড়।
দাম কমিয়েছে টাটা মোটর্সও। তাদের জাগুয়ার ল্যান্ড রোভারের সব গাড়ির দাম ৭ শতাংশের মত কমিয়েছে তারা। টাটা মোটর্স জানিয়েছে, জিএসটিকে স্বাগত জানাতে তারা তৈরি, দেশের ২৫টি আউটলেটে নতুন দাম এখন থেকেই প্রযোজ্য হবে।
জিএসটির পর গাড়ির দাম ৩ শতাংশ কমাল মারুতি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Jul 2017 03:01 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -