গাড়ির দাম বাড়াল মারুতি সুজুকি
Web Desk, ABP Ananda | 01 Aug 2016 11:42 AM (IST)
নয়াদিল্লি: গাড়ির দাম বাড়াল মারুতি সুজুকি। এদিন নিজেদের কিছু কিছু মডেলের গাড়ির দাম সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত বাড়াল দেশের বৃহত্তম এই গাড়ি নির্মাণকারী সংস্থা। সোমবার সংস্থার তরফে যে তালিকা প্রকাশ করা হয়, তাতে দেখা যাচ্ছ, সদ্য মুক্তি পাওয়া কমপ্যাক্ট এসইউভি (স্পোর্টস ইউটিলিটি ভেহিকল) ভিটারা ব্রিজার দাম ২০ হাজার বাড়ানো হয়েছে। নতুন প্রিমিয়াম হ্যাচব্যাক মডেল বালিনোর দাম ১০ হাজার বাড়ানো হয়েছে। পাশাপাশি, অন্যান্য কয়েকটি গাড়ির দাম ১৫০০ টাকা থেকে ৫ হাজার পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃদ্ধির কারণ হিসেবে সংস্থার যুক্তি, সেগমেন্টের (কোন ধরনের গাড়ি) চাহিদা রয়েছে বাজারে, বিদেশি মুদ্রার লেনদেন এবং সর্বোপরি সংস্থার ভবিষ্যত পরিকল্পনাকে মাথায় রেখেই এই পুনর্বিন্যাস করা হয়েছে। দাম বৃদ্ধির ঘোষণার পর শেয়ার বাজারে সংস্থার দর ২.৪১ শতাংশ উঠেছে।