নয়াদিল্লি: মণিপুরে অর্থনৈতিক অবরোধের ফলে তৈরি হওয়া সমস্যার সমাধানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চাইলেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তথা রাজ্যসভার সাংসদ এমসি মেরি কম। তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন।

সাতটি নতুন জেলা গঠনের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রায় দু মাস ধরে হিংসাত্মক বিক্ষোভ দেখাচ্ছে ইউনাইটেড নাগা কাউন্সিল। তাদের দাবি, নতুন জেলা গঠনের ফলে নাগা সম্প্রদায়ের মানুষ জমিহারা হবেন। নতুন জেলা গঠনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে অর্থনৈতিক অবরোধ চালিয়ে যাচ্ছে নাগাদের সংগঠন। এর ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশছোঁয়া হয়ে গিয়েছে। এক লিটার পেট্রোল বিক্রি হচ্ছে দেড়শো টাকায়। এই সমস্যার সমাধানেই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন মেরি কম।

প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মেরি কম বলেছেন, ‘আপনাকে জানাতে চাই, অস্থিরতার ফলে মণিপুর কঠিনতম সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। অর্থনৈতিক অবরোধ এবং পাল্টা অবরোধের ফলে মণিপুরের সব অংশের মানুষ সমস্যায় পড়েছেন। আপনি ঠিক সময়ে হস্তক্ষেপ না করলে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হবে। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। সেই কারণেই স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর জন্য আপনার হস্তক্ষেপ চাইছি।’