নয়াদিল্লি: দিল্লিতে শব্দবাজি নিষিদ্ধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। অনেকেই সুপ্রিম কোর্টের নির্দেশকে পরিবেশ রক্ষার ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপ বলে স্বাগত জানিয়েছেন। ওই নির্দেশের বিরোধীও কম নেই। ডিজাইনার মাসাবা মান্টেনা শব্দবাজির ওপর এই নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়ে ট্যুইট করেছিলেন। কিন্তু এজন্য তাঁকে ট্রোলের মুখে পড়তে হল। তাঁকে অভব্য আক্রমণের সম্মুখীন হতে হল। একাধিক ট্যুইটে তাঁকে রীতিমতো গালিগালাজ করা হয়েছে। কেউ কেউ তাঁকে ‘অবৈধ সন্তান’, ‘অবৈধ ওয়েস্ট ইন্ডিয়ান’ বলেছেন।

উল্লেখ্য, মাসাবা অভিনেত্রী নীনা গুপ্তা ও ক্যারিবিয়ান ক্রিকেটার ভিভ রিচার্ডসের কন্যা। এ ধরনের অভব্য মন্তব্যের পাল্টা জবাব এসেছে তাঁর কাছ থেকে। ট্যুইটে শালীন ও পরিশীলিত ভাষায় ওই সব কদর্য মন্তব্যকারীদের বুদ্ধিদীপ্ত জবাব তিনি দিয়েছেন।

তিনি বলেছেন, এই সব কথা শুনলে গর্বে বুক ভরে যায়। ছোটবেলা থেকেই এসব শুনতে অভ্যস্ত। মাসাবা বলেছেন, ‘আমি একজন ইন্দো-ক্যারিবিয়ান মেয়ে যে লজ্জায় কুঁকড়ে গিয়ে খোলসে ঢুকে যায় না। এমন মেয়েকে তো আপনারা বা আপনাদের সমাজ সামলাতে পারে না। এই অবৈধ জিনটাই রয়েছে আমার মধ্যে’।

তিনি বলেছেন, ‘আমার বৈধতা এসেছে যে কাজ করি, এবং সমাজের প্রতি অবদান থেকে। এই দুটি বিষয়ের দিকেই আপনারা কোনও আঙুলই তুলতে পারবেন না।’

মাসাবা আরও লিখেছেন, ‘এসব মন্তব্য করে যদি নিজেদের গৌরবান্বিত মনে করেন, তাহলে তা চালিয়ে যান’।