নয়াদিল্লি: জয়েশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে জঙ্গি ঘোষণা করা হোক বলে রাষ্ট্রসংঘের কাছে ভারতের দাবিকে রুখে দেওয়ার প্রতিবাদ জানাল নয়াদিল্লি। যদিও বেজিংয়ের পাল্টা দাবি,  তারা শুধু ভারতের কাছে আরও তথ্যপ্রমাণ চেয়েছে কারণ, কোনও ব্যক্তিকে জঙ্গি প্রতিপন্ন করা গুরুতর বিষয়।


এদিন বিদেশ সচিব এস জয়শঙ্কর জানান, মাসুদ ইস্যু নিয়ে চিনের শীর্ষস্তরের সামনে উত্থাপন করেছে ভারত। তবে, তিনি এ-ও জানান যে এর ফলে ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর কোনও প্রভাব পড়বে না।

পরে, চিনা দূতাবাসের উপ-প্রধান লিউ জিনসং জানান, কাউকে জঙ্গি প্রতিপন্ন করা গুরুত্বপূর্ণ বিষয়। তাঁর দাবি, চিন ভারতের দাবিকে খণ্ডন করেনি, স্রেফ বিলম্ব করেছে। চিন স্রেফ ভারতের কাছে আরও তথ্যপ্রমাণ চেয়েছে। তিনি যোগ করেন, এই বিষয়ে চিন বিচারক হতে ইচ্ছুক নয়। কারণ, পাকিস্তান ও ভারত উভয় দেশই চিনের ভাল বন্ধু।