নয়াদিল্লি: মায়ানমারে হিন্দুদের একাধিক গণকবর আবিষ্কৃত হওয়ায় ক্ষুব্ধ ভারত সরকার মায়ানমার সরকারকে নির্দেশ দিল, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে।


বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, গণকবর সংক্রান্ত সংবাদমাধ্যম রিপোর্ট ও মায়ানমারের সরকারি বক্তব্য খতিয়ে দেখেছে তারা। সে দেশের সরকারের বিবৃতি অনুযায়ী ওই কবরের সবকটি দেহ হিন্দুদের।

বিদেশ মন্ত্রক বলেছে, ভারত মনে করে, সন্ত্রাস সব সময়েই ধিক্কারযোগ্য বিশেষত যা সাধারণ মানুষকে টার্গেট করে। দিল্লির আশা, ইয়াঙ্গন এই অপরাধের হোতাদের শাস্তি দেবে। মৃতদের পরিবারবর্গকে সব ধরনের সাহায্য করা হবে যাতে তাঁদের মধ্যে নিরাপত্তাবোধ ফিরে আসে, স্বাভাবিকত্ব প্রতিষ্ঠিত হয়।

মায়ানমারের হিংসা বিধ্বস্ত রাখাইন প্রদেশে আবিষ্কার হয়েছে স্থানীয় হিন্দুদের একাধিক গণকবর। সেগুলিতে ঠাসাঠাসি করে রাখা ছিল অন্তত ৪৫টি দেহ। রোহিঙ্গা জঙ্গিরা হিন্দু নাগরিকদের খুন করে পুঁতে দিয়েছে বলে অভিযোগ করেছে মায়ানমার প্রশাসন। স্থানীয় হিন্দুরাও একই কথা বলেছেন।