শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে জঙ্গি দমনে বড়সড় অভিযানে নামল নিরাপত্তা বাহিনী। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার বেশ কয়েকটি জায়গায় এই অভিযান চলছে। সম্প্রতি জম্মু ও কাশ্মীরে পরপর কয়েকটি জঙ্গি হামলা হয়। নিয়ন্ত্রণরেখা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে সন্দেহভাজন জঙ্গিরা। তার প্রেক্ষিতেই সোপিয়ানে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে বিভিন্ন জায়গাতেই পাথর নিক্ষেপকারী জনতার বাধায় অভিযান ব্যাহত হচ্ছে।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, জঙ্গিদের গতিবিধির খবর পাওয়ার পর সোপিয়ানের জাইনাপোরা এলাকার ছটি গ্রামে অভিযান শুরু করা হয়।
দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান ও পুলওয়ামা জেলায় সম্প্রতি একের পর এক ব্যাঙ্কে হানা দিয়ে লুঠপাঠের ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, অভিযানে অংশ নিয়েছে বিশাল সংখ্যক নিরাপত্তা বাহিনী। মাঝরাত থেকে অভিযান শুরু হয়।
পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, অভিযানকারী নিরাপত্তা বাহিনীর কাজে বাধা তৈরি করছে অল্পসংখ্যক পাথরনিক্ষেপকারী জনতা। তাদের হঠাতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী ওই জায়গাগুলিতে পাঠানো হয়েছে।
নিরাপত্তা বাহিনী ও পাথর নিক্ষেপকারীদের মধ্যে সংঘর্ষে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জঙ্গিদের দলের কয়েকটি ভিডিও প্রকাশ্যে এসেছে। নিরাপত্তা বাহিনীর অনুমান, ওই ভিডিওগুলি সোপিয়ান জেলায় তোলা হয়েছে।
দক্ষিণ কাশ্মীরে জঙ্গি দমনে বড়সড় অভিযানে নিরাপত্তা বাহিনী
ABP Ananda, web desk
Updated at:
04 May 2017 12:03 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -