লখনউ: উত্তরপ্রদেশে গোরখপুর আসনের উপনির্বাচনের গণনায় কারচুপির অভিযোগ সমাজবাদী পার্টির। রাজ্যের দুই লোকসভা আসন গোরখপুর ও ফুলপুর উপনির্বাচনের ভোট গণনা চলছে। এরইমধ্যে গণনায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিলেন সমাজবাদী পার্টির রাজ্য সভাপতি নরেশ উত্তম। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-র কাছে পাঠানো চিঠিতে অবিলম্বে এই কারচুপি রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন উত্তর। চিঠির একটি প্রতিলিপি নির্বাচন কমিশনের কাছেও পাঠানো হয়েছে।
উত্তম অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের চাপের মুখে জেলা প্রশাসন কোনও না কোনও ভাবে বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত করতে চাইছে...বিজেপি গোরখপুরে এভাবে জিতে গেল কমিশনের ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে।
উত্তমের অভিযোগ, ভোট গণনা শুরু হওয়ার পরই পুলিশ গণনাকেন্দ্রের বাইরে থাকা লোকজনের ওপর লাঠিচার্জ করে। যাতে ভোট গণনা কেন্দ্রের বাইরে কেউ না থাকতে পারে, তা নিশ্চিত করতেই পুলিশ লাঠিচার্জ করে সবাইকে তাড়িয়ে দেয় বলেও তাঁর অভিযোগ। উত্তম আরও অভিযোগ করেছেন, জেলা ম্যাজিস্ট্রেট, যিনি আবার জেলার নির্বাচনী আধিকারিক, গণনাকেন্দ্র থেকে সমাজবাদী পার্টির এজেন্টকে হঠিয়ে দেন।
উল্লেখ্য, গোরখপুর আসনে সমাজবাদী পার্টি এগিয়ে রয়েছে। যোগী পদত্যাগ করায় এই আসনে উপনির্বাচন হয়। যোগীর গড়ে বিএসপি-র সমর্থনে সমাজবাদী পার্টির সাফল্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে।
গোরখপুরে ভোট গণনায় বেনিয়মের অভিযোগ তুলে রাজ্য বিধানসভায় সরব হন বিরোধী বিধায়করা।
গোরখপুরে ভোট গণনায় ব্যাপক অনিয়মের অভিযোগ, অবিলম্বে ব্যবস্থা চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি সমাজবাদী পার্টির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Mar 2018 02:58 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -