লখনউ: আড়াই বছর ধরে মথুরায় উত্তরপ্রদেশের উদ্যান দফতরের ২৭০ একর জমি দখল করে রেখেছিল আজাদ ভারত নামে একটি সংগঠন। সংগঠনের নেতা রামবৃক্ষ যাদব। জমিতে একটি আশ্রমও তৈরি হয়েছিল। সেখানে কার্যত সমান্তরাল শাসন গড়ে তুলেছিল তারা। পুলিশও তাদের এলাকায় যেতে ভয় পেত। এমন দাবি তারা করত তা শুনলে চমকে যেতে হয়। কখনও নেতাজি সুভাষ চন্দ্র বসুকে জীবিত বলে ঘোষণার দাবি, কখনও এক টাকায় ৬০ লিটার পেট্রোল ও ৪০ লিটার ডিজেলের দাবি, কখনও বা কাগজের মুদ্রার পরিবর্তে স্বর্ণমুদ্রা চালুর দাবি, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নির্বাচন বাতিলের দাবি জানায় তারা।
তারা দেশে মাংস খাওয়া বন্ধের দাবিও জানায়। তাদের স্লোগান ছিল, আজাদ হিন্দ ব্যাঙ্ক নোটের মাধ্যমে লেনদেন করতে হবে, নাহলে ভারত ছাড়তে হবে। দেওয়ালে দেওয়ালে এইসব স্লোগান লিখে রাখত।
এইসব দাবিকে সামনে রেখে  সরকারি জমি দখল করে আন্দোলন চালাচ্ছিল আজাদ ভারত নামে সংগঠনটি।সেই থেকে ধীরে ধীরে সরকারি জমিটি বেদখল হয়ে যায়। এর আগে পুলিশ প্রশাসন একাধিকবার জমিটি দখলমুক্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হয় তারা। শেষমেষ ইলাহাবাদ হাইকোর্টের নির্দেশে গতকাল উচ্ছেদ অভিযান চালায় পুলিশ। তখনই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি।

রামবৃক্ষ নিজেকে নেতাজীর অনুগামী বলে দাবি করে।গতকালের সংঘর্ষে রামবৃক্ষর পায়ে গুলি লাগে। তাকে পুলিশ গ্রেফতার করেছে।